Headlines
Loading...
বর্ধমানের কাঞ্চননগরে দুর্গা কার্নিভ্যালকে ঘিরে ব্যাপক উন্মাদনা।

বর্ধমানের কাঞ্চননগরে দুর্গা কার্নিভ্যালকে ঘিরে ব্যাপক উন্মাদনা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:জেলা প্রশাসন চেষ্টা করে সফল হতে না পারলেও পূর্ব বর্ধমান জেলায় প্রথম সফল ভাবে দূর্গা কার্নিভাল সংগঠিত করে দেখালেন বর্ধমান পুরসভার কাউন্সিলার খোকন দাস। সোমবার বর্ধমান শহরের ২৩ ও ২৪ নং ওয়ার্ড এবংএকটি পঞ্চায়েতের ১৭ টি পুজো কমিটিকে নিয়ে অনুষ্ঠিত হল বর্ধমান জেলার বুকে প্রথম দুর্গা কার্নিভ্যাল।হাজির ছিলেন জেলাপরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল, বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পুরপতি ডা. স্বরূপ দত্ত, পুরসভার একাধিক কাউন্সিলাররাও। কার্যত জেলা প্রশাসনের করতে ব্যাক্তিদের সামনেই এই বিশাল কার্নিভালের আয়োজন মুগ্ধ করেছে সকলকে।
বর্ধমান জেলায় প্রথম এই কার্নিভ্যাল দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন কাঞ্চননগরের কংকালেশ্বরী মাঠে। এদিন উপস্থিত দর্শকদের মধ্যে ছিল রীতিমত উন্মাদনাও। কার্নিভ্যালে অংশগ্রহণকারী পুজো উদ্যোক্তারা সকলের সামনেই হাজির করেন চোখ ধাঁধানো সরকারী বিভিন্ন প্রকল্পের মডেল। তুলে ধরা হয় সাম্প্রদায়িক সম্প্রীতির বেশ কিছু নমুনাও। জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার প্রত্যেকেই এদিন উদ্যোগের প্রশংসা করেন।

উল্লেখ্য, গতবছর থেকেই কলকাতার পর বর্ধমানে এই দুর্গা কার্নিভ্যাল অনুষ্ঠিত করার জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নিরাপত্তার অজুহাতে কলকাতার পর বর্ধমানে পরপর দুবছরই দুর্গা কার্নিভ্যাল নিয়ে প্রস্তুতি নিয়েও তা বাতিল করে জেলা প্রশাসন। স্বাভাবিকভাবেই এদিন একজন কাউন্সিলারের উদ্যোগে এই কার্নিভ্যালকে ঘিরে আমজনতা থেকে প্রশাসনের মধ্যে ছিল যথেষ্ট কৌতূহল।
এদিন কঙ্কালেশ্বরী কালিমন্দির সংলগ্ন মাঠ থেকে শুরু হয়ে এই কার্নিভ্যাল রথতলা, উদয়পল্লী প্রভৃতি এলাকা ঘুরে খর্গেশ্বর এলাকার দাসপুকুরে বিসর্জন করা হয় সমস্ত প্রতিমা। কার্নিভাল কমিটির সভাপতি খোকন দাস সমস্ত পুজো কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন,প্রথম বছর এই উদ্যোগে এলাকার সমস্ত পুজো কমিটি এক ছাদের তলায় আসায় এতো বড়ো প্রচেষ্টা সফল হয়েছে । আগামীবছর যাতে আরো ভালো ভাবে এই কার্নিভালের আয়োজন করা যায় তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। 
                                                                                                                   ছবি - সুরজ প্রসাদ 



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});