
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:আবার বেআইনি ভাবে পাচার করার সময় বর্ধমান স্টেশনের ৫নং প্লাটফর্ম থেকে জিআরপি থানার পুলিশ উদ্ধার করলো ৬টি বস্তায় ১০২টি ছোট বড়ো কচ্ছপ। এর মধ্যে দুটি পূর্ণবয়স্ক কচ্ছপ রয়েছে বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।

যদিও কচ্ছপ উদ্ধার হলেও পাচারকারী ব্যাক্তিরা বর্ধমান স্টেশন ঢোকার আগেই বুঝতে পেরে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে গত দেড় মাসে বর্ধমান স্টেশন থেকেই পাঁচবার চোরাই কচ্ছপ উদ্ধার সহ পাচারকারী গ্রেফতারের ঘটনায় রেলের নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। কি ভাবে বারবার উত্তরপ্রদেশ থেকে বর্ধমান পর্যন্ত অবলীলায় পাচারকারীরা চোরাই কচ্ছপ নিয়ে যাতায়াত করছে সে বিষয়ে জানতে চাওয়া হলে বর্ধমান জিআরপি থানার এক আধিকারিক জানিয়েছেন, অন্য রাজ্যের বিষয় তাঁরা জানেন না।

তবে যখনি তাদের কাছে যে কোনো ধরনের অপরাধমূলক কাজের খবর আসে সেই ব্যাপারে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হয়। গত কয়েকমাসে কচ্ছপ সহ অন্যান চোরাই সামগ্রী উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার করা হয়েছে এইভাবেই।
ছবি - সুরজ প্রসাদ
