ফোকাস বেঙ্গল ডেস্ক,তমলুক: আগামী ১৯ সালকে পাখির চোখ করে নির্বাচনী বৈঠক শুরু করে দিল জেলা বিজেপি।পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্র একটি তমলুক অপরটি কাঁথি। দুটি লোকসভার দায়িত্ব পেয়েছেন বিজেপির কেন্দ্রিয় কমিটির সদস্য রাহুল সিনহা। লোকসভা নির্বাচনে দলিয় প্রার্থী কে হবেন, সংগঠনিক পরিকাঠামো কি হবে তা নিয়ে জেলার দলীয় নেতা কর্মীদের নিয়ে আজ তমলুকের দলের পার্টি অফিসে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরি, লক্ষ্মন শেঠ, জেলা সভাপতি মলয় সিনহা সহ অন্যান্যরা।
এদিন রাহুলবাবু বলেন,পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। সেই মত আজ থেকে দলের সাংগঠনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য দলিয় নেতা কর্মীদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। আগামীদিনে এই ভাবে, বিধানসভা, ব্লক, পঞ্চায়েত স্তরে বৈঠক চলবে। এছাড়াও বিরোধীদের দলে যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, শাসকদলের অনেকেই দলে যোগ দেওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে অনেকেই জেলে ঢুকবে। আমরা দলে ভাল, শিক্ষিত লোক নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।

