ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সৌন্দর্যের কোনো বয়স হয় না। আর সেটা যদি নারীর হয় তাহলে তো কথায় নেই। ১৮ বছরের তরুণী অথবা ৪০ এর কোঠায় গৃহিনী সৌন্দর্যের সংজ্ঞা আজ সবার কাছেই প্রায় একই। সৌন্দর্য কি কেবল রূপ দিয়েই বিচার করা যায় ? না ,একজন নারীর অন্যান গুনাগুনও তার সৌন্দর্য্যের বার্তা বহন করে। কথায় আছে,যে রাঁধে সে চুলও বাঁধে। দক্ষিণবঙ্গ জুড়ে এমনি কিছু প্রতিভাবান নারী তাদের প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে হাজির হচ্ছে শহর বর্ধমানের এক সুন্দরী প্রতিযোগিতায়। বলাবাহুল্য এনারা সকলেই বিবাহিত। পবিত্র মহালয়ার দিন বর্ধমান টাউনহল প্রাঙ্গনে দক্ষিণবঙ্গের বাছাই করা দশ জন বিবাহিত নারী অংশগ্রহণ করবেন 'মিসেস সাউথ বেঙ্গল' এর গ্রান্ড ফিনালের মঞ্চে।
মেসার্স ইকুইপ ও এফসি সংস্থার উদ্যোগে শহর বর্ধমানে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে বাছাই করা বিবাহিত নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা।ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্রাক প্রতিযোগিতা বাছাই পর্ব অনুষ্ঠান সংগঠিত হয়ে গেছে। কলকাতা,বহরমপুর,শিলিগুড়ি,বীরভূম,মেদিনীপুর,পুরুলিয়া,বর্ধমান,নদীয়া সহ আরো কয়েকটি জায়গার প্রায় বত্রিশ জন প্রতিযোগিনী মিসেস সাউথ বেঙ্গল প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে অংশগ্রহণ করেছিলেন। কলকাতা,বর্ধমান ও বহরমপুরের বাছাই পর্বের পর তাদের মধ্যে থেকে চূড়ান্ত পর্যায়ের জন্য দশ জনকে বেছে নেন বিচারকেরা। আর তারাই মহালয়ার দিন বর্ধমানের টাউন হল প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠানের মঞ্চে নিজেদের যোগ্যতার সেরাটা প্রমান করার প্রয়াস চালাবেন।
মেসার্স ইকুইপ এর কর্ণধার মনোজ গোস্বামী বলেন,হাতে আর কটা দিন। শেষ মুহূর্তের তোড়জোড় চলছে।প্রকৃতি বাঁধ না সাধলে বর্ধমানবাসীকে একটি সুন্দর সন্ধ্যা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।তিনি বলেন এই অনুষ্ঠান করতে যারা আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে দত্ত রিয়েলটর্স অন্যতম। এছাড়াও মিসেস সাউথ বেঙ্গলকে সফল ভাবে শহর তথা রাজ্যবাসীর কাছে এক অন্য মাত্রায় তুলে ধরতে যারা পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মনোজ বাবু।


