ফোকাস বেঙ্গল ডেস্কঃ সাদা কাক। সচরাচর দেখা যায় না , তাই বিরল এই পাখিকে দেখতে হুড়োহুড়ি পড়লো শহর বর্ধমানে। আজ সকালে হটাৎই লক্ষিপুরমাঠের রাণাপ্রতাপ ক্লাবের সামনে একটি বাড়ির কার্নিশে বসে থাকতে দেখা যায় একটি ধবধবে সাদা কাক কে। এলাকার অনেকেই মুহূর্তের মধ্যে কাকের ছবি তুলতে ব্যাস্ত হয়ে পরে। কাকটি কিছুক্ষন এই ছাদ ওই ছাদ করার পর উড়ে চলে যায় অন্যত্র।সাদা কাকের খবর ছড়িয়ে পড়তেই উৎসুক অনেকেই পাশাপাশি পাড়া থাকে ছুতে আসে দেখতে। কিন্তু অনেকের আর কাক দেখার সাধ মেটেনি। তবু আলোচনা চলছে।

