ফোকাস বেঙ্গল ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির আহ্বানে শুক্রুবার পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ,জমায়েত ও ডেপুটেশন কর্মসূচি সংগঠিত হলো। সংগঠনের সাধারণ সম্পাদক সুশীল ব্রম্ভ জানিয়েছেন, গত ১৪ মে ২০১৫ তে পেনশন প্রাপকদের বেশ কিছু সমস্যা ও দাবি রাজ্য সরকারের কাছে পেশ করা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তাই আগামী ৭ সেপ্টেম্বর কলকাতায় বিরাট বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। তারই প্রস্তুতি হিসাবে এদিন এই কর্মসূচি।
তিনি বলেন,বকেয়া ৫৪ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান,ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে প্রকাশ ও লাগু করা,নতুন পেনশন ব্যাবস্থার পরিবর্তে বিধিবদ্ধ ও সকলের জন্য পেনশন সুনিশ্চিত করা সহ চিকিৎসা ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে এবং স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর প্রতিবাদে এদিন বর্ধমানের জেলাশাসককে স্বারকলিপি দেওয়া হয়েছে। ছবি - সৰোজ প্রসাদ

