Headlines
Loading...
বর্ধমানে রাজ্য সরকারি পেনশনার্স সমিতির বিক্ষোভ সমাবেশ।

বর্ধমানে রাজ্য সরকারি পেনশনার্স সমিতির বিক্ষোভ সমাবেশ।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির আহ্বানে শুক্রুবার পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ,জমায়েত ও ডেপুটেশন কর্মসূচি সংগঠিত হলো। সংগঠনের সাধারণ সম্পাদক সুশীল ব্রম্ভ জানিয়েছেন, গত ১৪ মে ২০১৫ তে পেনশন প্রাপকদের বেশ কিছু সমস্যা ও দাবি রাজ্য সরকারের কাছে পেশ করা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তাই আগামী ৭ সেপ্টেম্বর কলকাতায় বিরাট বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। তারই প্রস্তুতি হিসাবে এদিন এই কর্মসূচি। 
তিনি বলেন,বকেয়া ৫৪ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান,ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে প্রকাশ ও লাগু করা,নতুন পেনশন ব্যাবস্থার পরিবর্তে বিধিবদ্ধ ও সকলের জন্য পেনশন সুনিশ্চিত করা সহ চিকিৎসা ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে এবং স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর প্রতিবাদে এদিন বর্ধমানের জেলাশাসককে স্বারকলিপি দেওয়া হয়েছে।                                          ছবি - সৰোজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});