Headlines
Loading...
পূর্ব বর্ধমানে একদিনের কবাডি প্রতিযোগিতা।

পূর্ব বর্ধমানে একদিনের কবাডি প্রতিযোগিতা।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় একদিনের কবাডি প্রতিযোগিতার অঅয়োজন করা হয়। 
শুক্রুবার বর্ধমান শহরের বিরহাটায় পার্বতী মাঠে এই প্রতিযোগিতার আসর বসে। 
সন্দীপ নন্দী মোর্চার পক্ষে এদিন এই খেলার শুভ সূচনা করেন। 

ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});