ফোকাস বেঙ্গল ডেস্কঃ পশ্চিমবাংলার সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম এর চেয়ারম্যান এর দায়িত্ব সামলাবেন এবার দক্ষ প্রশাসক ড. পি বি সালিম। বর্তমানে ড. পি বি সালিম সাহেব সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পদে আসীন আছেন। ইতিপূর্বে তিনি নদীয়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক এর দায়িত্ব সামলেছেন অতি মর্যাদার সহিত।
পশ্চিমবাংলার সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম এর চেয়ারম্যান পদ থেকে ইতিমধ্যেই সরে এসেছেন সাংসদ সুলতান আহমেদ। পদটি খালি হওয়ায় বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক ও কর্মীবর্গ সংস্কার দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে ড. পি বি সালিমকে পশ্চিম বাংলার সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম এর চেয়ারম্যান পদের গুরু দায়িত্ব দেওয়া হল।
উলেখ্য সংখ্যালঘুদের কল্যাণে ও পিছিয়ে পড়া সমাজের উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা তৎপর। জেলাশাসক থাকাকালীন সমাজের মানুষের কল্যাণে অতি দক্ষতার সাথে প্রশাসক ড. পি বি সালিম কাজ করেছেন।তারই স্বীকৃতি সরূপ এই পদে তাকে আসীন করা হলো বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।
দরিদ্র শ্রেণীর মানুষদের ঘরে ঘরে সরকারি পরিসেবা সঠিক ভাবে পৌঁছে দিতে তিনি বহু নজির গড়েছেন।পাশাপাশি জেলাশাসক থাকার সময় নদীয়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে প্রথম করে সরকারি পুরুস্কারও জিতে নিয়েছিলেন। ওই জেলাবাসীরা আজও গর্ব করেন তাঁকে নিয়ে।
মুখ্যমন্ত্রী কাজ ভালবাসেন। কাজের মানুষ পি বি সালিম এবারও সরকারি পরিসেবা সঠিক ভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে দক্ষতার পরিচয় দেবেন বলেই মনে করা হচ্ছে।

