ফোকাস বেঙ্গল ডেস্কঃ জেঠু জেঠিমাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। বীরভূমের নলহাটির জেষ্ঠা হাঁসাপুরের ঘটনা। গতকাল রাতে বিছানায় কেরোসিন,পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অগ্নিদগ্ধ দুজনকে শনিবার বর্ধমানের নবাবহাটের একটি নার্সিংহোমে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ হয়েছেন বিকাশচন্দ্র সাহা ও তাঁর স্ত্রী রেখারানী সাহা।
তাদের ছেলে গদাধর সাহা জানিয়েছেন, রাত বারোটা নাগাদ পাশের ঘর থেকে চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখেন, আগুনে জ্বলছে বাবা মা। সেই সময় তিনি চাদর মোড়ানো একজনকে পালিয়ে যেতে দেখেন। কাকার ছেলে রিন্টু সম্পত্তিগত প্রতিহিংসায় এই কাজ করেছে বলে অভিযোগ বিকাশবাবুর ছেলের ও আত্মীয়স্বজনদের। অভিযুক্ত ভাইপো রিন্টু সাহা পলাতক।
নলহাটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ছবি - সুরজ প্রসাদ

