ফোকাস বেঙ্গল ডেস্ক,মহিষাদল: কলেজ ছাত্রীদের নিরাপত্তার অভাব, নিম্নমানের খাওয়ার সহ একাধিক অভিযোগে মহিষাদল গার্লস কলেজের পিন্সিপালের রুম ও কলেজ গেটে তালা দিয়ে ছাত্রীদের অনিদিষ্টকালের জন্য অনশন বিক্ষোভে উত্তেজনা ছড়ালো।
মহিষাদল গার্লস কলেজে ছাত্রীদের নিরাপত্তারর অভাব, হোস্টলে ছাত্রীদের নিম্নমানের খাবার দেওয়া , একধাক্কায় বিনা নোটিসে ৪০০ টাকা ফি বৃদ্ধি, কলেজের কয়েকটি মেয়ে রাতের অন্ধকারে কলেজের বাইরে যেতে কয়েকজনকে সুযোগ করে দেয়, কলেজে ছাত্রীরদের হোস্টেলে অস্বাস্থকর পরিবেশ সহ একাধিক অভিযোগ তুলে কয়েকশ ছাত্রী কলেজে ও পিন্সিপালের রুমে তালা দিয়ে অনিদিষ্ট কালের জন্য অনশনে বসেছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের এই নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে।
কলেজ ছাত্রী সাথী পাল বলেন, আমরা দীর্ঘদিন ধরে নিরাপত্তার অভাবে ভয়ে ভয়ে কলেজ করে চলেছি। বহুবার কলেজের প্রিন্সিপাল কে জানানো হলেও কোন সুব্যবস্থা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা পঠন পাঠন বন্ধ করে অনিদিষ্ট কালের জন্য অনশনে বসেছি। কলেজের প্রিন্সিপাল কলেজের বাইরে এসে সমস্যা সমাধানের কথা না দিলে এই অনশন চলতে থাকবে।
কলেজের রুমের মধ্যে পিন্সিপাল উত্তম কুমার উত্থাসেনী বন্দি থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

