ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : শক্তিগড় রেল স্টেশনের কাছে লাইনের ধারে সিগন্যাল পোস্টের সঙ্গে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছাড়ালো।বর্ধমান-শক্তিগড় জিআরপি সূত্রে জানা গিয়েছে,শনিবার সকালে এলাকার লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যাক্তিকে রেল পোলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঝুলতে দেখা যায়।ব্যাক্তির নাম বা বাড়ির ঠিকানা এখনো জানা যায়নি।বয়স আনুমানিক ৫০-৫৫বছর।
স্থানীয় বাসিন্দাদের কাছে জানা গিয়েছে, গতকাল রাতে বৃষ্টি পড়ছিলো।অন্য দিনের তুলনায় লোকজনেরও যাতায়াত কম ছিল। হতে পারে সেই সুযোগে কেউ বা করা ওই ব্যাক্তিকে অন্যত্র খুন করে এখানে টাঙিয়ে দিয়ে গেছে। কারণ হিসাবে স্থানীয়দের বক্তব্য,ঝুলন্ত দেহটি মাটির সঙ্গে পুরোপুরি ঠেকে ছিল। আত্মহত্যার ঘটনা হলে মৃত ব্যাক্তির পা মাটি থেকে অনেক ওপরে থাকতো।
সকাল সকাল এই ঘটনায় শক্তিগড় বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

