Headlines
Loading...
কল্যাণী বিশ্ববিদ্যালয় ডিআরডিও এর ডিরেক্টর জেনারেলকে সংবর্ধনা দিল।

কল্যাণী বিশ্ববিদ্যালয় ডিআরডিও এর ডিরেক্টর জেনারেলকে সংবর্ধনা দিল।

ফোকাস বেঙ্গল ডেস্ক,কল্যাণী, নদীয়া: আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 'ফিজিওলজি ডিপার্টমেন্ট' ডিস্টিংগুইস্ড বক্তৃতার আয়োজন করেছিল। এদিন মুখ্য বক্তা ছিলেন ড. শ্রীমতী শশীবালা সিং। তিনি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর ডিরেক্টর জেনারেল (লাইফ সায়েন্স)। তাঁর সাথে ছিলেন ডিআরডিও অধীনস্ত ডিআইপিএএস পরীক্ষা সংস্থার প্রবীণ বিজ্ঞানী ড. মধুসূদন পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার ঘোষ, বিজ্ঞানের ডিন অধ্যাপিকা রীতা ঘোষ, রিসার্চ শাখার নির্দেশক অধ্যাপক শীতল চট্টোপাধ্যায়, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. গৌতম পাল এবং বিভাগীয় প্রধান ড. এস সাহু, অধ্যাপিকা এল লাহিড়ী এবং দূর শিক্ষা বিভাগের সহ অধিকর্তা ফারুক আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক সহ আধিকারিকবৃন্দ। 
ড. সিং এর ববক্তব্যের মূল ভাবনা ছিল প্রতিকূল পরিবেশে সেনাদের সুরক্ষা, খাদ্য, বাসস্থান এবং রোগ নিরাময়ে ডিআরডিও এর  উদ্ভাবনী অবদান।
এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে ডিআরডিও এর ডিরেক্টর জেনারেল  ড. শ্রীমতী শশীবালা সিংকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});