Headlines
Loading...
পূর্বস্থলীর পলাশপুলি গ্রামে পেটের রোগে আক্রান্ত প্রায় দেড়শো গ্রামবাসী। আতঙ্ক।

পূর্বস্থলীর পলাশপুলি গ্রামে পেটের রোগে আক্রান্ত প্রায় দেড়শো গ্রামবাসী। আতঙ্ক।

পল্লব ঘোষ,কালনা :পেটে ব্যাথা,পায়খানা,বমির উপসর্গ নিয়ে এক ভয়াবহ আতংকের পরিবেশ তৈরি হল পূর্বস্থলীর পলাশপুলি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবী আন্ত্রিকে আক্রান্ত প্রায় শদেড়েক মানুষ। যদিও সরকারি সূত্রে আক্রান্তের সংখ্যা বাহাত্তর। এলাকার মানুষ ও অসুস্থ মানুষদের দাবী, গতকাল রাত থেকে পেটে ব্যাথা, মাথা যন্ত্রণা ,বমি ,পায়খানা শুরু হয় অনেকের।  এক দুজনের এই সব সমস্যা হতে হতে   গোটা গ্রামের বাসিন্দারা একই উপসর্গে ভুগতে শুরু করে। এরপর তড়িঘড়ি সকলকেই  প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এখানেই দ্রুত সকলের চিকিৎসা শুরু করা হয়।কাউকেই অন্য কোথাও রেফার করা হয়নি বলে প্রাথমিক ভাবে জানা গেছে।  
এদিকে ঘটনার খবর পেয়ে তরিঘরি ঘটনাস্থল পরিদর্শনে মেডিকেল টিম নিয়ে ছুটে যান কালনা মহকুমা স্বাস্থ্য আধিকারিক। তিনি অসুস্থ ব্যক্তিদের সাথে দেখা করেন ও এলাকা ঘুরে জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বর্ষার সময় জলবাহিত কোনো কারণে এই পেটের সমস্যা বা আন্ত্রিক হয়েছে। তবে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});