পল্লব ঘোষ,কালনা :প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার বোনকে পেটালো এক যুবক। সোমবার নাদনঘাট থানার নীমতলা বাজারের কাছে এই ঘটনাটি ঘটেছে। জখম ছাত্রীটি থানায় অভিযোগ জানিয়েছে। জখম ওই ছাত্রীটি বলেন, নিমতলা বাজারের কাছে নাদনঘাট থানায় কাজ করা এক সিভিক ভলিন্টিয়ারের কাছে পড়তে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে।
মেয়েটির মা অভিযোগ করে বলেন, দক্ষিণবাটি গ্রামের চন্দন সাঁতরা নামের এক যুবক আমার বড় মেয়েকে আগে উতক্ত করত। এখন আমার বড় মেয়ের বিয়ের ঠিক হয়ে যাওয়ায় সে আমার ছোটো মেয়েকে বিরক্ত করা শুরু করেছে ।
আমরা এ ব্যাপারে থানায় ওই ছেলেটার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছি। নাদনঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

