ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব মেদিনীপুর: চোর সন্দেহে পুলিশ কে বেঁধে গণধোলাই দেওয়া হলো পাশকুড়ায়। ঘটনটি ঘটেছে গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার বাহারগ্রামে। সূত্র মারফত জানতে পারা গেছে,পৌরসভা ভোটে ডিউটি করতে এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থেকে সুব্রত মুখার্জী।
গতকাল ভোটের ডিউটি শেষ হবার পর পাশকুড়া কৃষাণ বাজারে রাতে থাকার জন্য তিনি যান। গভীর রাতে খিদে লাগায় পাশের বাহারগ্রামের একটি দোকানে গিয়ে টোকা মারেন সুব্রত বাবু। গভীর রাতে গ্রামের লোকের সন্দেহ হওয়ায় ওই পুলিশ কর্মীকে গাছে বেঁধে গণধোলাই দেয় গ্রামবাসীরা। পরে পাশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে পুলিশ কর্মীকে। পরে পুলিশই বাড়ির লোককে খবর দিয়ে ডেকে পাঠায়। আহত পুলিশ কর্মিকে কলকতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।



