latest
state
অন্য স্বাদ
রাজ্য
সংস্কৃতি
৭০ এর সন্ধ্যায় ।। 'স্বাধীনতা - খুঁজে ফেরা' ।।
ফোকাস বেঙ্গল ডেস্ক: বহুকাল বলি,সেকাল বলি আর একাল বলি - আমরা চিরকাল সংস্কৃতিতে বাঁচি,সংস্কারে বাঁচি,শিল্পে বেঁচে থাকি আর ধর্মে উপাসনা করি।প্রাকআর্য,আর্য,শক,হুন,অস্ট্রিক,দ্রাবিড়,পাঠান,মোগল,তাতার,পর্তুগিজ,ফরাসি,ইংরেজ - সকলে এই মহাভারতের পূর্ণকুম্ভে ডুব দিয়েছি আর গড়ে তুলেছি তোমার আমার স্বদেশ।
১৮৫৭ থেকে শোষণের বিরুদ্ধে লড়েছি কাঁধে কাঁধ মিলিয়ে। জাতীয় পতাকা কাঁধে শহীদ হয়েছি আর রক্তাক্ত হয়ে স্বজন হারিয়ে সহ্য করেছি বিভক্ত স্বাধীনতা। আজ ৭০এ পা দেওয়া স্বাধীন ভারতের চকচকে রাজপথে কেমন যেন নিজেকে চিনতে পারছি না - স্বদেশের 'স্ব' আর 'দেশ' মিলছে কোই !
আগামী ১৫ই অজস্র গানে-ছবিতে-আলোয়-কোথায়-সুরে-স্মৃতিতে সেকাল একাল মিলিয়ে দেখার সন্ধ্যা। ঐতিহ্য আর বর্তমানকে মিলিয়ে ভবিষৎ প্রজন্মের মুখোমুখি হবো আমরা। রক্তের মধ্যে থাকা গান - সিনেমায় ফিরে আসা সুর - ইতিহাসের ভুলে যাওয়া পাতা - রাগসংগীত আর লোকসংগীত - ছবি আর আলো - ভাবনা আর কথা মিলবে যখন তখন আপনি থাকবেন না?
এমনই দেশাত্মবোধক আবেদন নিয়ে আগামীকাল স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এক হৃদয় ভরানো অনুষ্ঠানের আয়োজন করেছে শহর বর্ধমানের শ্রীপল্লী প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি ও সতরঙ্গী - ।। 'স্বাধীনতা - খুঁজে ফেরা' ।।
আয়োজক সংস্থার পক্ষ থেকে সকলের প্রতি আবেদন জানানো হচ্ছে ১৫অগাস্ট সন্ধ্যায় সংস্কৃতি লোকমঞ্চে আপনাকে আসতেই হবে এক অন্য স্বাদের স্বাধীনতা পেতে।
যোগাযোগ - ৮১৫৯৮৭৪৪০০


