Home › latest › জেলা latest জেলা বর্ধমান শহরের রাস্তায় নজরদারিতে এবার সিসি ক্যামেরা। August 13, 2017 focusbengal A+ A- ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান শহরের রাস্তায় লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। মূলত সুরক্ষার স্বার্থে পথ চলতি মানুষের গতিবিধি এবং যানবাহনের ওপর নজরদারি চালাতেই এই ব্যবস্থা বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। ছবি - সুরজ প্রসাদ Share On Facebook Share On twitter