ফোকাস বেঙ্গল ডেস্ক,মহিষাদল: শশুড়বাড়ির বাড়ির তিনতলা থেকে গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুর গ্রামে। মৃতের নাম মিতালী সর্দার(২৬)। বাপের বাড়ি মহিষাদল থানার বাসুলিয়ায়। বাপের বাড়ির অভিযোগ, দেওর তাপস সর্দার পেশায় মহিষাদল থানার একজন সিভিক পুলিশ। সে প্রতিনিয়ত বৌদিকে একা পেয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করত। বিষয়টি শশুরবাড়ির লোকদের জানানো হলে গৃহবধূর উপর অত্যাচার চালাত। গতকাল সন্ধ্যায় মিতালী আত্মহত্যা করেছে বলে তার বাপের বাড়িতে জানানো হয়। বাপের বাড়ির লোকেদের আরো অভিযোগ,গতকাল দাদা বাড়িতে ছিল না। সেই সুযোগে ভাই অর্থাৎ দেওর বৌদিকে জোর করে শ্লীলতাহানি করার চেষ্টা করে। মিতালীর বাপের লোকেদের অভিযোগ,তাদের মেয়েকে খুন করা হয়েছে।মহিষাদল থানায় দেওর তাপস সর্দার ও অন্যান্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন মিতালীর বাড়ির লোকেরা।
পুলিশ শনিবার দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে মহিষাদল থানা ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনার পর থেকে মিতালীর শশুড়বাড়ির লোকেরা বাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

