Headlines
Loading...
বাঁকুড়ায় কংসাবতী নদীর জল ছাড়া শুরু হলো।

বাঁকুড়ায় কংসাবতী নদীর জল ছাড়া শুরু হলো।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া : আজ সকাল থেকেই বাঁকুড়ার কংসাবতী নদীর জল ছাড়া শুরু হলো। কংসাবতী লক গেটের জল ধারণ ক্ষমতার উচ্চতা ৪৩৪ ফুট। সদর মহকুমা শাসক সৌরভ দাস জানিয়েছেন জল বিপদসীমা ছুঁয়েছে। তাই আজ সকাল ৮ টা থেকে জলছাড়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।মূল নদী থেকে ১৬০০০ কিউসেক ,খাতরার দিকের ক্যানেলে ৩০০০ কিউসেক ও রানিবাঁধ লেকের দিকে ১০০০ কিউসেক জল ছাড়া হয়েছে ।মোট প্রায় ২০ হাজার  কিউসেক জল ছাড়ার কথা জানিয়েছে দক্ষিণ বাঁকুড়া প্রশাসন। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});