Headlines
Loading...
বর্ধমানের ৬৭ তম আলমগঞ্জ বারোয়ারির খুঁটি পুজো।

বর্ধমানের ৬৭ তম আলমগঞ্জ বারোয়ারির খুঁটি পুজো।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ বৃহস্পতিবার বর্ধমান শহরে আলমগঞ্জ বারোয়ারি পরিচালিত ৬৭ তম দুর্গোৎসবের  শুভ সূচনা হল খুঁটি পুজোর মাধ্যমে। এবারে আলমগঞ্জ বারোয়ারী থিম 'লক্ষ যখন শিকারী।
' আদিবাসী সমাজ,তাদের সংস্কৃতি -চর্চা এই বিষয়বস্তূ গুলি নিয়েই এবারের আকর্ষণ বলে জানালেন থিম মেকার গৌরাঙ্গ কুইল্যা।                                                  ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});