ফোকাস বেঙ্গল ডেস্কঃ গতকাল মুখমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ বেলা ১০টায় পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতিশ কুমার। এদিন তাকে শপথ বাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল। একই সঙ্গে এদিন উপমুখ্যন্ত্রীর পদে শপথ নিলেন সুশীল মোদী ৷ বিহারের ২৪৩ আসনের বিধানসভায় ৭১ জন জেডিইউ ও ৫৩জন বিজেপির বিধায়ক নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করতে চলেছেন নীতিশ কুমার।