ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলো জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এই পরিদর্শক দলকে নিয়ে সকাল থেকে দামোদর তীরবর্তী রায়না,জামালপুরের বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখান। প্রশাসন সূত্রে জানা গেছে,চাষের ক্ষতির পরিমান, ঘরবাড়ি, সম্পত্তি কত নষ্ট হয়েছে ,গবাদি পশু কত মারা গেছে ইত্যাদি বিষয়ে খোঁজখবর নিয়েছেন পরিদর্শক দলের অধিকারিকগণ। ছবি - সুরজ প্রসাদ