ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব মেদিনীপুর : আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলায় কন্যাশ্রীদের জন্য চালু হলো পূর্বকন্যা মোবাইল এপ। রাজ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলায় কন্যাশ্রীদের জন্য এই উদ্যোগ নেওয়া হলো বলে জেলাশাসক রশ্মি কোমল জানিয়েছেন। এই আপ থেকে জেলায় কোন .কন্যাশ্রী ছাত্রী কোন রকম অসুবিধায় পড়লে তৎক্ষণাৎ সরকারি ভাবে জেলা শাসক ও পুলিশ সুপার জেনে জাবেন।