ফোকাস বেঙ্গল ডেস্কঃ ভারতের প্রতিরক্ষার মুকুটে যোগ হলো আরো একটি নতুন পালক।ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর চেন্নাই ল্যাব থেকে আনুষ্ঠানিক ভাবে উদঘাটন করা হয়েছে স্বয়ং চালিত ট্যাঙ্ক 'মুন্ত্রার'। ডিআরডিও এর পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত তিন ধরণের মুন্ত্রা বার করা হয়েছে। যেগুলি পুরোপুরি চালকবিহীন ভাবে কাজ করতে পারবে।মূলত রিমোট কন্ট্রোল দিয়ে এগুলিকে পরিচালনা করা হবে।এই তিন প্রজাতির প্রত্যেকের কাজ অলাদা।
একটি শুধুমাত্র নজরদারির জন্য তৈরী।দ্বিতীয়টি তৈরী শত্রূ এলাকার কাছাকাছি গিয়ে তাদের শক্তি নির্ণয় করতে এবং তৃতীয়টি মাটির তলায় পুঁতে রাখা মাইন অনুসন্ধান করতে সক্ষম হবে। এখনো পর্যন্ত মরুভূমির ৫২ ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতায় করা পরীক্ষায় উত্তীর্ন হয়েছে মুন্ত্রা।সার্ভেইল্যান্স রাডার সহ লেজার রেঞ্জ ফিল্ডার ও ইন্টিগ্রেটেড ক্যামেরা যা ভূমিতে ১৫ কিলোমিটার দূরের মানুষ কিংবা ট্যাঙ্ক যেকোনো বস্তূর ওপর নজর রাখতে সক্ষম।
ইতিমধ্যেই নকশাল অধ্যুষিত এলাকার জন্য আধাসামরিক বাহিনী মুন্ত্রা ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছে।
ছবিঃ ডিআরডিও