পল্লব ঘোষ,কালনা : ইতিহাসের ছাত্রী সায়নী আজ নিজেই এক চলন্ত ইতিহাস । লক্ষ্য স্থির থাকলে কোন বাঁধা যে জীবনের গতিকে স্তব্ধ করতে পারেনা তা আর একবার প্রমাণ করলেন কালনার এই সাগর কন্যা । ইংলিশ চ্যানেল জয় করে আজ কালনার বাড়ি ফিরল সায়নী। দেখা করে শুভেচ্ছা জানিয়ে গেলেন সায়নীর কলেজের অধ্যাপকরা। কথা হচ্ছিলো শ্রীরামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরেশ পালের সাথে , তিনি বলেন আমাদের কলেজের ইতিহাসের এই ছাত্রীটি আজ নিজেই একটা আস্ত ইতিহাস । আমরা আজ ওর সাফল্যে গর্বিত ।