ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেণায় আসন্ন কন্যাশ্রী দিবসকে সফল করতে জেলার স্কুলগুলিতে কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে আয়োজিত হচ্ছে সেমিনার। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জোতরাম বিদ্যাপীঠ হাইস্কুলে এমনই একটি সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক শারদ্ধতি চৌধুরী , হাটগোবিন্দপুর কলেজের অধ্যাপিকা নির্মলা রজক সহ স্থানীয় পঞ্চায়েতের অধিকারিকগণ।
স্কুলের প্রধান শিক্ষক রবিন কুমার দাস জানিয়েছেন,এদিন কন্যাশ্রী ক্লাবের নতুন ঘরের উদ্বোধন করেন শারদ্ধতি চৌধুরী। তিনি জানান,স্কুলের কন্যাশ্রীদের সচেতন করতে বাল্যবিবাহ ও শিশু পাচার বিষয়ে একটি সেমিনারের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও সকলকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে ঘিরে ছাত্রীদের উৎসাহ ছিল ব্যাপক।