Headlines
Loading...
বর্ধমানে শ্রমিক স্বার্থে সি আই টি উ এর ডেপুটেশন।

বর্ধমানে শ্রমিক স্বার্থে সি আই টি উ এর ডেপুটেশন।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান : সমকাজে সম বেতন ,নূন্যতম মজুরি ,সামাজিক সুরক্ষার নামে নির্মাণ ,পরিবহন ও বিড়ি শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে এবং সমস্ত শ্রমিকদের সুরক্ষা চালু করার দাবিতে সি আই টি উ এর বর্ধমান জেলা কমিটি বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে স্বারকলিপি জমা দিলো। উপস্থিত ছিলেন কমিটির পদাধিকারীগণ।                                               ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});