Headlines
Loading...
বাঁকুড়ার ওন্দায় হাতি। উৎসুক গ্রামবাসীর ভীড়।

বাঁকুড়ার ওন্দায় হাতি। উৎসুক গ্রামবাসীর ভীড়।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া :ওন্দার বনদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার উত্তরদিকে দ্বারকেশ্বর নদীর ধার ধরে একটি দাঁতাল হাতিকে দেখতে পাওয়া গেছে। হাতিটি ওন্দার ২নং সবংপুর গ্রাম হয়ে ছাপড়া ,হোতরা ,বোলারার দিকে নদীর ধার বরাবর পেরিয়েছে। বনদপ্তরের কর্মীরা হাতিটিকে আপাতত অগ্রদা পুরুষোত্তমপুরের কাছে নাকাওজুরির জঙ্গলে তাড়িয়ে ঢুকিয়ে দিয়েছে।
বনদপ্তর সূত্রে জানা গেছে হাতিটি সুস্থ আছে। হাতি দেখতে সকাল থেকেই  ভিড় জমিয়েছে স্থানীয় গ্রামবাসিরা।পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেছে পুলিশ ও বনদপ্তরের  কর্মীরা। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});