Headlines
Loading...
আসানসোলে রাস্তা সারানোর দাবিতে স্মারকলিপি সিটুর।

আসানসোলে রাস্তা সারানোর দাবিতে স্মারকলিপি সিটুর।

ফোকাস বেঙ্গল ডেস্ক,আসানসোল : এক দিকে প্রবল বৃষ্টি  আর তার জেরে রাস্তায় ধসের ফলে যান চলাচলে বিঘ্ন। চিত্তরঞ্জন - রুপনারায়নপুর এলাকায় যাতায়াত করতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির  মধ্যে পড়তে হচ্ছে। এই অবস্থায়  প্রসাশনিক সহযোগিতার দাবি নিয়ে পথে নামল চিত্তরঞ্জন রেল কারখানার সিটু অনুমোদিত শ্রমিক সংগঠন লেবার ইউনিয়ন। শুক্রবার সংগঠনের শীর্ষ নেতৃত্ব রাস্তা সংস্কার ও পাশ্ববর্তী এলাকার বাসিন্দাদের যাতায়াতের জন্য শহরের প্রধান গেট গুলি সহ পকেট গেটগুলি দিয়ে সাধারনের ষাতায়াতে সহযোগিতা করার দাবি জানাল রেল প্রসাশনের কাছে।  সংগঠনের সভাপতি রাজেশ চৌহান, সাধারন সম্পাদক অলোক ঘোষ  সহ সংগঠনের এক প্রতিনিধি দল রেলের প্রধান প্রসাশনিক দপ্তরে স্মারকলিপি জমা দেন। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});