Headlines
Loading...
পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৬জন করোনায় আক্রান্ত, জেলায় আক্রান্ত ৭৭০জন

পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৬জন করোনায় আক্রান্ত, জেলায় আক্রান্ত ৭৭০জন


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: করোনার তৃতীয় ঢেউয়ের শুরু থেকে পূর্ব বর্ধমান জেলায় বুধবার পর্যন্ত মারা গেলেন ২জন। এদিন জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানা গেছে, সোম এবং মঙ্গলবারে ২জন করোনায় মারা গেছেন। বুধবার পর্যন্ত গোটা জেলায় করোনার প্রথম থেকে তৃতীয় ঢেউয়ে মোট মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪৯৯তে।


 একইসঙ্গে বুধবার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন সাম্প্রতিক সময়ে রেকর্ড ৭৭০জন। বর্ধমান শহরে আক্রান্তের সংখ্যাই ২২০জন। অন্যদিকে করোনা সংক্রমণের জেরে পূর্ব বর্ধমান জেলা পরিষদে আগামী সোমবার পর্যন্ত কোনো কর্মাধ্যক্ষ বা পদাধিকারীদের অফিসে না আসার জন্য নোটিশ জারী করা হয়েছে। 


জানা গেছে, জেলা পরিষদে মোট ৬জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন, এঁদের মধ্যে জেলা পরিষদের সচীব সহ মিশন নির্মল বাংলা শাখার ১জন এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ যাতে আর না ছড়ায় তাই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ আধিকারিকদের আগামী সোমবার পর্যন্ত অফিসে না আসার জন্য বলা হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});