Headlines
Loading...
গলসিতে ঢুকে পড়ল বিশাল হাতির দল, ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

গলসিতে ঢুকে পড়ল বিশাল হাতির দল, ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার দিক থেকে প্রায় ৪০-৪৫টি হাতির একটি দল আচমকাই ঢুকে পড়ল গলসির উচ্চগ্রাম, রামজীবনপুর সহ বেশ কয়েকটি গ্রামের ভিতর। ধান জমির উপর দিয়ে এই হাতির দল কে যেতে দেখে প্রথমে গ্রামবাসীরাই তাড়া করা শুরু করে। পরে বর্ধমান রেঞ্জের বনবিভাগের আধিকারিক, কর্মী এবং হুলা পার্টির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাতির দলটিকে এলাকা থেকে নিরাপদে সরিয়ে আউসগ্রামের দিকে পাঠানোর চেষ্টা চালাচ্ছে। 

ঘটনাস্থলে গলসি থানার পুলিশ উপস্থিত হয়েছে। এদিকে হাতির তান্ডবে বিঘের পর বিঘে জমির পাকা ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, এখন ধান কেটে ঘরে তোলার কাজ শুরু হয়েছে। এই সময় বিশাল হাতির দল ধানের জমিতে ঢুকে পড়ায় প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে চাষীদের বলে আশংকা করছেন তাঁরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});