Headlines
Loading...
ট্রান্সফরমারে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার

ট্রান্সফরমারে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার


ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বর: বুধবার সাতসকালে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম বাজার সংলগ্ন এলাকায় একটি ট্রান্সফর্মারের পাশে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করল মন্তেশ্বর থানার পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকাল সাত টা নাগাদ গ্রামের কিছু মানুষ মাঝের গ্রাম বাজার সংলগ্ন মেমারি মালম্বা রোডের পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

মৃত যুবকের নাম কালিপদ তুরি(২৭)। বাড়ি মন্তেশ্বর ব্লকের পুরগুনা বিন্নে পাড়া এলাকায়। স্থানীয়রাই মন্তেশ্বর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশ বিদ্যুৎ কর্মীদের খবর দিলে বিদ্যুৎকর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ কেটে মৃতদেহ উদ্ধার করে। দেহটি মন্তেশ্বর থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পাশে বেশ কিছু যন্ত্রপাতি পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যে ছিল মৃত যুবকের। কোনোভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ঘটনায় তদন্ত নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});