Headlines
Loading...
কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে রেল অবরোধ শক্তিগড়ে

কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে রেল অবরোধ শক্তিগড়ে


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এবং উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে কৃষক হত্যার প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সোমবার সকালে বর্ধমানের শক্তিগড়ে রেল অবরোধ করা হল। প্রায় এক ঘন্টা রেল অবরোধ করা হয়। পরে রেল পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। রেল অবরোধের জেরে এদিন আটকে পড়ে হাওড়া বর্ধমান রুটে মেন ও কর্ড শাখার আপ এবং ডাউন লাইনের অনেক ট্রেন।


 আন্দোলনকারী কৃষক সভার নেতা জহর দত্ত জানিয়েছেন, গোটা ভারতেই কৃষকেরা আন্দোলনে নেমেছেন। দিল্লি, উত্তরপ্রদেশ সহ সর্বত্র কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন আন্দোলনকারী শহীদও হয়েছেন। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৬ জন কৃষককে গাড়িতে পিষে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। এর প্রতিবাদে ও কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে তাঁদের এই আন্দোলন। গোটা ভারতবর্ষের পাশাপাশি শক্তিগড়েও তাঁরা এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রেল অবরোধ করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});