Headlines
Loading...
বর্ধমানে একই এলায় পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

বর্ধমানে একই এলায় পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান শহরে ফের বড়সড় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এক্ষেত্রে একই এলাকায় প্রায় পাশপাশি দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বর্ধমানের বিজয়রামের সানাপাড়ার বাসিন্দা শেখ মহম্মদ জিন্নারের বাড়িতে কেউ না থাকার সুযোগে বুধবার রাতে দুষ্কৃতীরা ঘরের ৪ থেকে ৫ টি তালা ও আলমারী ভেঙে নগদ প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা, ৩ থেকে ৪ ভরি সোনা ও বেশকিছু মুল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। 

পাশাপাশি তারই প্রতিবেশী মুশারফ মন্ডলেরও বাড়িতেও কেউ ছিল না। আর এই সুযোগে একই সময়ে বাড়ির তালা ভেঙে নগদ ৫ হাজার টাকা, কিছু গহনা ও বেশ কিছু মুল্যবান সামগ্রী চুরি করে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। একই রাতে পাশাপাশি দুটি বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বর্ধমান থানার পুলিশ দুটো চুরির ঘটনারই তদন্ত শুরু করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});