ফোকাস বেঙ্গল নিউজ ডেস্ক: বর্ধমান জেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি তৈরি হল শুত্রুবার। এদিন সর্বসম্মতিক্রমে এই সাংবাদিক সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন শরদিন্দু ঘোষ। তিনি এর আগে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব সামলেছেন। সহসভাপতি হয়েছেন রামনারায়ণ কুন্ডু ও পার্থ চৌধুরী। সংগঠনের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তপন পাল।
সহ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রণেন শীল,প্রসেনজীৎ সামন্ত। কোষাধ্যক্ষ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন শম্ভুলাল কর্মকার। সাংগঠনিক সম্পাদক পদে এসেছেন রুপক মজুমদার। এবং অফিস সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন গোপাল সোনকার। এছাড়াও এক্সিকিউটিভ বডিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাংবাদিক
কমলকৃষ্ণ দে, সমরজীৎ দাস, রাজেশ খান, দেবব্রত চ্যাটার্জী, সঞ্জিত কুরি, নিজাম আলম।