Headlines
Loading...
বর্ধমানে দামোদরের চড় থেকে যুবতীর গলা কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য

বর্ধমানে দামোদরের চড় থেকে যুবতীর গলা কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: অজ্ঞাত পরিচয় এক যুবতীর গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বর্ধমান সদর থানার অন্তর্গত দামোদর তীরবর্তী জামনা এলাকায়। শুত্রুবার সকালে পলেমপুর থেকে বাঁধগাছা যাবার রাস্তার ধারে দামোদরের বালির চড়ে ঝোঁপের মধ্যে ওই মহিলার দেহ পরে থাকতে দেখেন স্থানীয় এলাকাবাসীরা। স্থানীয়রাই প্রথমে রায়না থানায় খবর দিলে রায়না থানার পুলিশ সহ জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়।


পরে ঘটনাস্থলের পুলিশি এক্তিয়ার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। যদিও যে জায়গায় মহিলার মৃতদেহ পরে থাকতে দেখা গেছে সেটি বর্ধমানের বেচারহাট মৌজার মধ্যে পড়ে যাওয়ায় বর্ধমান থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।


এদিকে বালির চড়ে ঝোপের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয় যুবতীর গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। যদিও স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, মৃত যুবতী স্থানীয় নয়। অন্য কোনো এলাকায় খুন করে এখানে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা বলে অনুমান করছেন তাঁরা। পুলিশ ঘটনাস্থল থেকে মহিলার একটি অন্তর্বাস উদ্ধার করেছে। যদিও মৃত মহিলার পরনে শাড়ি ছিল। প্রত্যক্ষদর্শীরা সন্দেহ প্রকাশ করেছেন, ওই মহিলার উপর শারীরিক অত্যাচার হয়ে থাকতে পারে। বাধা পেয়ে দুষ্কৃতীরা তাকে খুন করেছে। বর্ধমান থানা সহ জেলা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});