ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: করোনা মোকাবিলায় সচেতনতা দরকার সর্বস্তরে, প্রশাসনের তরফে নানাভাবে বারবার সচেতনতার বার্তা দেওয়া হলেও অনেকাংশে তা কার্যকরী হচ্ছে না। মাস্ক ছাড়াই রাস্তায় বেরোচ্ছেন মানুষ। আর অসচেতন মানুষ কে সচেতন করতে এবার মাঠে নামছে পুলিশ।
না, প্রথমেই কড়া পদক্ষেপ না , মানুষকে সচেতন করতে বিনামূল্যে মাস্ক বিলি করবে বর্ধমান থানা। সেই সচেতনতার অঙ্গ হিসাবে রবিবার পল্লিমঙ্গল সমিতি ও ফ্যালকন মোটর স্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে দু হাজার মাস্ক তুলে দেওয়া হল বর্ধমান থানার আই সি পিন্টু সাহার হাতে। এই মাস্ক বিনামূল্যে বিলি করা হবে পথচলতি সাধারণ মানুষের মধ্যে। মানুষ সচেতন হলেই করোনা থেকে মুক্তি সম্ভব। এরপরেও সচেতন না হলে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।