Headlines
Loading...
ফের ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের সামনের অংশ, তীব্র উত্তেজনা

ফের ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের সামনের অংশ, তীব্র উত্তেজনা


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মাত্র চার মাসের মধ্যে ফের ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের সামনের ফলস সিলিঙ্গ এর একাংশ। এই ঘটনায় একজন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। এদিকে রবিবার সকালে যখন পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে ফিরে নিজের নিজের বাড়ি ফেরার জন্য বাস ধরতে লাইনে দাঁড়িয়েছিলেন সেই সময় হঠাৎই স্টেশনের নবনির্মিত ফলস সিলিং এর একাংশ ভেঙে পড়ে। 

আর এরপরেই নতুন করে উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। তড়িঘড়ি ভেঙে পড়া অংশের জায়গা টিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় সকলকে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে ভাঙা অংশের মেরামতির কাজ শুরু করে দেওয়া হয়েছে। যদিও মাত্র চার মাসের মধ্যে পুনর্নির্মিত এই অংশ ভেঙে পড়ায় রেলের গাফিলতিকেই দায়ী করছেন সাধারণ মানুষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});