Headlines
Loading...
নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল লরি, মৃত এক মহিলা

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল লরি, মৃত এক মহিলা


ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: ভর দুপুরে রাস্তার ধারে থাকা একটি বসত বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে গেলো লরি। আর এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই শিশু। মৃতের নাম সুফিয়া বিবি(৩৫)। ঘটনাটি ঘটেছে জামালপুর থানার মশাগ্রাম রেল গেট পেরিয়ে কেরিলি গ্রামের বাঁকের মুখে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেমারির দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি মশাগ্রাম রেল গেট পেরিয়ে কেরিলি টার্নিং এ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বাড়িতে ঢুকে যায়। ওই বাড়িতেই বাস করতেন দুটি বাচ্চাকে নিয়ে সুফিয়া বিবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুফিয়া বিবির।


এক প্রত্যক্ষদর্শীর কথায় প্রচন্ড গতিতে আসছিল গাড়িটি, তাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়িতে ধাক্কা মারে। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল বলেও জানা যায়। গুরুতর জখম অবস্থায় ওই গাড়ির চালককে বর্ধমানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আটক করা হয়েছে গাড়িটিকে। পাশাপাশি মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});