Headlines
Loading...
বর্ধমান শহরে এবার ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু পুলিশের

বর্ধমান শহরে এবার ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু পুলিশের


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: এবার ড্রোনের সাহায্যে নজরদারি শুরু হল খোদ বর্ধমান শহরে। রবিবার শহরের সাহা চেতন, ভেড়িখানা, পিরবাহারাম,লক্ষীপুর মাঠ প্রভৃতি এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালালো বর্ধমান জেলা পুলিশ। মূলত অবাঞ্ছিত ভিড় এবং জমায়েত কে খুঁজে বের করার জন্যই ড্রোনের ব্যবহার শুরু করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই নজরদারি লকডাউন চলককালীন লাগাতার চলবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের কাছে অভিযোগ আসছিল যে মূল রাস্তায় পুলিশি নজরদারি থাকলেও বিভিন্ন পাড়ার ভিতর জমায়েত করে জমিয়ে আড্ডা চালাচ্ছে বেশ কিছু যুবক। এমনকি কোথাও কোথাও ভিড় করে বসছে মদ,গাঁজার আসর। সঙ্গে জুয়ার ঠেক। খবর পেলেই অভিযানও চালাচ্ছিল পুলিশ। কিন্তু পুলিশ আসার খবর পেয়েই এলাকা ফাঁকা হয়ে যাচ্ছিল। তাই এবার ড্রোন ক্যামেরার মাধ্যমে উপর থেকেই আগে কে কোথায় আছে দেখে নিয়ে নির্দিষ্ট স্থানে অভিযান চালাবে পুলিশ। লকডাউন ভেঙে যে কোনো জায়গায় জমায়েত নজরে এলেই পুলিশ গ্রেফতার করবে বলেও এদিন জানিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});