Headlines
Loading...
বর্ধমানে পাকা ধান কাটার কাজে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক মেশিন

বর্ধমানে পাকা ধান কাটার কাজে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক মেশিন


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পিপলন গ্রাম পঞ্চায়েতের খাঁদরা গ্রামে বোরো ধান কাটার কাজ শুরু হয়েছে। চাষীরা জানিয়েছেন, লকডাউন চলার জন্য ধান কাটার শ্রমিকের সমস্যা রয়েছে। ভিন রাজ্য থেকে শ্রমিকরা আসতে পারছে না। 

এদিকে মাঠে পাকা ধান পরে রয়েছে। ইতিমধ্যেই ঝড় ও শিলা বৃষ্টির জেরে অনেক জায়গায় ফসলের ক্ষতিও হয়েছে। আর তাই কালবিলম্ব না করে ধান কাটার অত্যাধুনিক মেশিন মিনি হারভেস্টার ব্যবহার করে মাঠের ধান ঘরে তোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});