ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শুক্রবার থেকে বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডকেই স্যানিটাইজ করার কাজে নামলেন বিজেপির বর্ধমান সদর যুব মোর্চার সদস্যরা। শুক্রবার পুরসভার ১০ ও ১১ নং ওয়ার্ড
থেকে এদিন এই কর্মসূচী শুরু করা হয়।
যুব মোর্চার নেতা শুভম নিয়োগী জানিয়েছেন, করোনা নিয়ে যখন গোটা দেশের মানুষ চিন্তিত, আতংকিত সেই সময় বর্ধমান পুরসভার পক্ষ থেকে ওয়ার্ডগুলিকে স্যানিটাইজ করার জন্য কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না। রাজ্যের শাসকদলও এব্যাপারে সম্পূর্ণ উদাসীন। আর তাই সাধারণ মানুষের কথা ভেবেই রাজনীতির উর্ধে উঠে এদিন থেকে বর্ধমান শহরকে জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছেন তারা। তিনি জানিয়েছেন, ধাপে ধাপে শহরের ৩৫টি ওয়ার্ডেই এই কাজ করা হবে।