Headlines
Loading...
শুরু হল বর্ধমান শিশুমেলা, উদ্বোধন করলেন অভিনেতা সোহম

শুরু হল বর্ধমান শিশুমেলা, উদ্বোধন করলেন অভিনেতা সোহম


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শনিবার উদ্বোধন হল বর্ধমান শিশুমেলার। মেলা চলবে ১২ জানুয়ারী পর্যন্ত। বর্ধমানের আলমগঞ্জ কল্পতরু মাঠে এই মেলার উদ্বোধন করেন অভিনেতা সোহম চক্রবর্তী। সাদা পায়রা উড়িয়ে এদিন উৎসবের উদ্বোধন করা হয়।


এদিন উত্তম সুচিত্রা ফ্যানস ক্লাবের পক্ষ থেকে উত্তম-সুচিত্রার একটি ক্যালেণ্ডারও উদ্বোধন করা হয়। হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় মেলা কমিটির কার্য্যকরী সভাপতি খোকন দাস প্রমুখরা।


এবছর এই শিশু মেলায় থাকছে না কোনো প্রবেশাধিকারের জন্য টিকিটের ব্যবস্থা। এদিন বর্ধমান শহরে শিশুদের নিয়ে একটি বিশেষ শোভাযাত্রাও করা হয়। শিশুমেলা উপলক্ষ্যে থাকছে বিভিন্ন দিনে বিভিন্ন রকম অনুষ্ঠানের পাশাপাশি ফুলমেলাও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});