Headlines
Loading...
৮ -১২ জানুয়ারি কালনা পর্যটন উৎসব

৮ -১২ জানুয়ারি কালনা পর্যটন উৎসব


পল্লব ঘোষ,কালনা: পর্যটন শিল্পের প্রসারে বিগত ২০১৪ সাল থেকে কালনা পর্যটন উৎসব সমিতি ও কালনাবাসীর সহযোগিতায় রাজবাড়ী চত্বরে পালিত হচ্ছে পর্যটন উৎসব। পর্যটন কেন্দ্র কালনার ইতি উতি ছড়িয়ে আছে বহু পুরাতাত্ত্বিক নিদর্শন। সেই সব নিদর্শন গুলোকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে আগামী ৮ জানুয়ারি বিকালে এই মেলার সূচনা করবেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা কালনা মহকুমার ভূমিপুত্র সুব্রত মুখার্জি। 

উপস্থিত থাকার কথা আইন মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী স্বপন দেবনাথ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের।এছাড়াও থাকবেন জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি সহ জেলা ও মহকুমার প্রশাসনিক কর্তারা। সম্প্রতি এক সাংবাদিক বৈঠক করে কালনা পর্যটন মেলার আহ্বায়ক তথা কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু বলেন, বিগত বছর গুলোর মতো এবছর সরকারি ও বেসরকারি বেশকিছু স্টল মেলা চত্বরে থাকবে। মহকুমার কৃতিদের সম্মান জানানোর পাশাপাশি থাকবে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলাকে কি ভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায় সে ব্যাপারে সাংবাদিক দের থেকেও মতামত জানতে চাওয়া হয়। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});