Headlines
Loading...
বর্ধমানে বিজেপি পার্টি অফিসে আগুন ধরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বর্ধমানে বিজেপি পার্টি অফিসে আগুন ধরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এনআরসি কাণ্ডে এবার বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পোলেমপুর এলাকায়। 

বিজেপির খণ্ডঘোষ ব্লকের সভাপতি অরূপ ভট্টাচার্য জানিয়েছেন, এদিন বিকালে এনআরসি নিয়ে তৃণমূলের একটি মিছিল তাঁদের পার্টি অফিসের সামনে দিয়ে যাবার সময় ওই মিছিল থেকে তাঁদের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় পার্টি অফিসের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ আসবাবপত্রও পুড়ে নষ্ট হয়ে যায়। খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয়। পুলিশের উদ্যোগেই আগুন নেভানোর চেষ্টা হয়। 

যদিও বিজেপির আনা এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। তিনি জানিয়েছেন, বিজেপির পায়ের তলার মাটি ক্রমশই সরে যাচ্ছে। তাই নিজেরাই আগুন ধরিয়ে তৃণমূলের নামে দোষারোপ করছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয় বলে তিনি জানিয়েছেন। অপরদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});