Headlines
Loading...
ক্যাবের বিরুদ্ধে দেওয়ানদীঘি থানার চামারদিঘিতে রেল অবরোধ গ্রামবাসীদের

ক্যাবের বিরুদ্ধে দেওয়ানদীঘি থানার চামারদিঘিতে রেল অবরোধ গ্রামবাসীদের


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ক্যাবের বিরুদ্ধে পুর্ব বর্ধমানের দেওয়ানদীঘি থানার চামারদিঘি রেল স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখাল সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ। বর্ধমান কাটোয়া রেলপথে চামারদিঘী ষ্টেশনে রেল লাইন অবরোধের জেরে শনিবার দুপুর ২ টো ১১ মিনিটের বর্ধমান  কাটোয়া লোকাল ট্রেনটিকে বাতিল করা হয়। অবরোধকারীরা এদিন নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে এবং দুটো থেকে সাড়ে ৩টা পর্যন্ত অবরোধ চালিয়ে যায়। যদিও ট্রেন বাতিল করে দেওয়ায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। পরে দেওয়ানদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});