Headlines
Loading...
কাটোয়ায় স্যুট আউট, গুলিবিদ্ধ দুই, তীব্র চাঞ্চল্য

কাটোয়ায় স্যুট আউট, গুলিবিদ্ধ দুই, তীব্র চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: কাটোয়ার কেতুগ্রামের বেড়ুগ্রামে পুরনো বিবাদের জেরে স্যুট আউট। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ২জন। এলাকায় তীব্র চাঞ্চল্য। আহতদের বীরভুমের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জনা গেছে, বৃহস্পতিবার বিকালে বেড়ুগ্রামে নবান্ন উতসব উপলক্ষে একটি মহিলাদের প্রতিযোগিতা চলছিল। সেই অনুষ্ঠানে গেছিলেন কেতুগ্রাম যুব তৃণমূল সভাপতি কাজি জাহিরুল আলম ওরফে রাজ। অভিযোগ, ২০১৭ সালের পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে আচমকাই রাজকে আক্রমণ করে দুষ্কৃতিরা। সে পালিয়ে গেলে রাজের খুড় শ্বশুর মকবুল হোসেনের ওপর চড়াও হয় দুষ্কৃতিরা। সেই সময় দুষ্কৃতিরা গুলি চালালে জখম হয় বাবুল সেখ এবং সুনীল মাঝি নামে দুই গ্রামবাসী। তাদের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});