Headlines
Loading...
গলসীতে চলন্ত গাড়িতে আগুন, মৃত ১, আহত ১

গলসীতে চলন্ত গাড়িতে আগুন, মৃত ১, আহত ১


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: দৃশ্যমানতার অভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বর্ধমানের গলসী থানার গলিগ্রামে ২নং জাতীয় সড়ক এলাকায়। এদিন ঘন কুয়াশার জেরে ২নং জাতীয় সড়কে যান চলাচল করছিল ধীর গতিতে। পুলিশ সূত্রে জানা গেছে, গলিগ্রামের কাছে এদিন ট্রাক এবং একটি ট্রলারের মধ্যে সংঘর্ষ ঘটলে পিছনের সমস্ত গাড়িই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে। একইভাবে দাঁড়িয়ে পড়ে একটি মারুতি ভ্যান গাড়িও। কিন্তু ঘন কুয়াশার জন্য সামনের মারুতি গাড়িটিকে দেখতে না পেয়ে পিছন থেকে অন্য একটি লোহার রড বোঝাই ট্রলার তাকে সজোরে গিয়ে ধাক্কা মারলে মারুতি গাড়িটিতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে মারুতি গাড়িটি। একইসঙ্গে আগুন ধরে যায় ট্রলারটিতেও। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গলসী থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মারুতি গাড়িটি বর্ধমানের খণ্ডঘোষের কেউটিয়া থেকে দুর্গাপুরে যাচ্ছিল কম্বল বিক্রি করতে। গাড়িতে ছিলেন শালা ও জামাইবাবু। আচমকা গাড়িতে আগুন ধরে যাওয়ায় গাড়ির মধ্যেই আগুন পুড়ে মারা যায় শালা সেখ রফিকুল আলম (২৮)। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে উদ্ধার করেন সেখ মহম্মদ আলিকে। দ্রুততার সঙ্গে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ২নং জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});