Headlines
Loading...
নাগরিক সংশোধনী বিল বাতিলের দাবীতে বিক্ষোভ বর্ধমানে

নাগরিক সংশোধনী বিল বাতিলের দাবীতে বিক্ষোভ বর্ধমানে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ বাতিলের দাবীতে বর্ধমান শহরে বিক্ষোভ করল এস ইউ সি আই (সি)। দেশজুড়ে চরম বিরোধীতার মধ্যেই সোমবার মধ্যরাতে লোকসভায় ভোটাভুটিতে ৩১১-৮০ ভোটে পাশ হয় প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। আর এই বিল পাশের ই্যসুতেই গোটা দেশের রাজনীতি উত্তাল। দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ। 

এই বিষয়ে এদিন বর্ধমান শহরের কার্জনগেট চত্ত্বরে এস ইউ সি আই (সি)-র পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়। বর্ধমানের প্রতিবাদ সভা থেকে এস ইউ সি আই সি নেত্রী ঝর্ণা পাল জানান, ভারতে বিভেদ তৈরীর জন্য চক্রান্ত করা হচ্ছে। ধর্ম-বর্ণ-ভাষার ভিত্তিতে ভারতের নাগরিকদের বিভাজন করা চলবে না। অবিলম্বে ভারতের নাগরিকদের স্বার্থে এন আর সি বাতিল করতে হবে এবং প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ প্রত্যাহার করতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});