Headlines
Loading...
বর্ধমান ষ্টেশনের ভবঘুরেদের মশার হাত থেকে বাঁচাতে চিকিৎসকের মহত উদ্যোগ

বর্ধমান ষ্টেশনের ভবঘুরেদের মশার হাত থেকে বাঁচাতে চিকিৎসকের মহত উদ্যোগ


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ মশাবাহিত রোগ তথা ডেঙ্গু রুখতে স্টেশনের ভবঘুরে ও বাচ্ছাদের মশা মারা ধুপ, লোশন সহ স্বাস্থ্য সামগ্রী বিলি করলেন এক চিকিৎসক। রবিবার কাটোয়ার শ্রীখণ্ড স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকে ডা. অঙ্কন সাঁই-এর এই উদ্যোগে সহযোগী হলেন মেমারীর পাল্লা রোডের পল্লীমঙ্গল সমিতির সদস্যরাও। এদিন অঙ্কনবাবু জানিয়েছেন, যাঁদের সামর্থ্য আছে তাঁরা মশা মারতে একাধিক উপায় অবলম্বন করেন। কিন্তু ষ্টেশনে ষ্টেশনে থাকা ভবঘুরেদের মশার হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। অথচ এদের মাধ্যমেও ডেঙ্গু প্রভাব বাড়াতে পারে। তাই তিনি এই উদ্যোগ গ্রহন করেছেন। 

এদিন বর্ধমান স্টেশন চত্বরের ২০০ ভবঘুরেকে এই সমস্ত সামগ্রী বিলি করা হয়। দেওয়া হল পরিস্কার পরিছন্ন থাকতে সাবান, শ্যাম্পু, তেল,মাজন, দাঁত মাজা ব্রাশ সহ মশার হাত থেকে বাঁচতে মশা মারা ধুপ ও লোশন। এদিন পল্লীমঙ্গল সমিতির সদস্যরা জানিয়েছেন, স্টেশনের ভবঘুরেদের জন্য অনেকে খাবার,কাপড়ের ব্যবস্থা করলেও এই বর্ষায় মশার হাত থেকে তাদের বাঁচাতে কোনো উদ্যোগ এর আগে কেউ নেননি। তাঁরা জানিয়েছেন, ১ মাস পর আবার এই রকম সামগ্রী বিলির উদ্যোগ নেওয়া হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});